প্রডাক্টিভিটি অর্থ ! The Productive Muslim! Amar Note Book. Part 1

প্রডাক্টিভিটি অর্থ ! The Productive Muslim! Amar Note Book. Part 1

প্রডাক্টিভিটি অর্থ

প্রডাক্টিভিটি বলতে আমরা অনেকেই সারাদিন কাজে ডুবে থাকাকে বুঝি।
তবে সত্যিকার অর্থে প্রডাক্টিভিটি মানে কাজে ডুবে থাকা নয়। আমাদের লাইফের ২৪ ঘন্টা কাজে ফোকাস করা সম্ভব নয়। ১৬ ঘন্টাও যদি ধরি, তাঝ সেটা কখনো সম্ভব হয়না।
তাহলে আমরা প্রোডাক্টিভিটির জন্য কি করতে পারি?
আমি রেসন্টলি " দি প্রোডাকক্টিভ মুসলিম" বইটা পড়া শুরু করেছি।
আর আজ উক্ত বইয়ের প্রথম অংশটুকুর আলোকে আমার উপলব্ধি তুলে ধরার চেষ্টা করবো।
প্রথমত বুজতে হবে প্রঝডাক্টিভিটি আসলে কি?
প্রোডাক্টিভিটি বলতে আমরা বুঝি = ফোকাস+এনার্জি+সময়
এই সকল কিছুর সংমিশ্রণে তৈরি হয় প্রোডাক্টিভিটি।
এখন আপনার যদি অনেক ফোকাস থাকে এবং এনার্জি থাকে, কিন্তু সময় না তাকে তাহলে আপনি প্রডাক্টিভিটি নিজের ভিতর আনতে পারবেন না। আবার আপনার অনেক সময় রয়েছে কিন্তু পর্যাপ্ত ফোকাস নাই! তাহলেও আপনি সেইম, প্রডাক্টিভিটি নিজের ভিতর আনতে পারবেন না।
উপরের তিনটি বিষয় একটির সাথে অপরটি অতপ্রোতভাবে জড়িত। একটির কোনটি যদি ঠিকমতো ব্যালান্স না করা যায়, কিংবা অনুপস্থিত থাকে তাহলে আপনি নিজের মধ্যে প্রোডাক্টিভিটি আনতে পারবেন না!...
এবার আসা যাক, প্রোডাক্টিভিটি মানে আসলে কি?
• প্রোডাক্টিভিটি মানেই সারাদিন বিজি থাকা নয়
• প্রডাক্টিভিটি মানেই কোন সময়ের কিংবা দিনের অংশবিশেষ নয়
• এমনকি প্রডাক্টিভিটি মানেই কোন বোরিং রুটিন নয় যে আপনাকে সোসিয়াল মিডিয়া,টিভি, খেলাধুলা সব কিছু অফ করে সারাদিন কাজ করতে হবে।
একজন প্রডাক্টিভ মানুষ অবশ্যই জানেন কখন তার খেলা করার সময়, কখন তার পড়ার সময়, কখন তার সোসিয়াল মিডিয়া ব্যাবহার করার সময় এবং কখন তার কাজ করার সময়।
এবং এটা চিরন্তন একটা সত্য যে, আপনি সবসময় প্রডাক্টিভ থাকতে পারবেন না।। আপনাকে বিশ্রাম যেমন নিতে হবে তেমনি প্রোডাক্টিভ হতে হবে।
সারাদিন প্রডাক্টিভির পিছনে ছুটলে হিতে বিপরীত হবে। যেমনটা হয়, একটা গাড়িকে কে ২৪ ঘন্টা লাগাতার চালালে তার ইঞ্জিন গরম হয়ে নষ্ট হয়ে যায়!...
~ The Productive Muslim ~ Chapter One!..


Previous Post Next Post